ফেনীর সোনাগা’জীতে ২৩ বছরে’র অনার্স প’ড়ুয়া মুরি’দকে বিয়ে ক’রলেন ৭৩ ব’ছরের পীর

স্থানীয়রা জানান, ওই তরুণীর পরিবারে’র স’ঙ্গে ফুল হুজুরের সম্প’র্কের কা’রণে ফেনী জিয়া ম’হিলা কলেজের অনার্সপড়ুয়া ছাত্রী তানজিনা আক্তার (২৩) তার আদর্শে অনুপ্রা’ণিত হন। এক পর্যা’য়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বি’য়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হন ওই ছাত্রী।
তানজিনা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামে’র নুর বক্স মিয়াজীর বাড়ির প্রবাসী দুলা’লের মে’য়ে। ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে বলেন, ‘তার নাতনি ফুল হুজু’রের মুরিদ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে ১০ লাখ টাকা কা’বিনে ঢাকার আ’দালত এলাকায় ফুল হুজুর তরিকার প্রধান দরবারে বড় আয়ো’নে বিয়ে সম্পন্ন হয়।
হুজুরের স’ঙ্গে না’তিনের বিয়ে দিতে পেরে আমরা খু’শি।’ ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর ব’য়স পর্যন্ত হুজুর বিবাহব’ন্ধ’নে আ’ব’দ্ধ হননি। কাতালিয়ার ওই ছা’ত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অ’নুপ্রা’ণিত ছিলেন। হুজুর স্বপ্নযোগে বিয়ের নির্দেশনা পেয়ে বৃ’দ্ধ ব’য়সে বিবাহবন্ধ’নে আব’দ্ধ হন। এতে রাষ্ট্রীয় অ’থবা ধর্মীয় আ’ইনের কোনো ব্যত্যয় ঘ’টেনি।
Comments