Posts

Showing posts from February, 2021

১৫ই ফেব্রুয়ারির নির্বাচন: খালেদা জিয়ার সময়ে যেভাবে এবং যে পটভূমিতে হয়েছিল ১৯৯৬ সালের বিতর্কিত ও একতরফা সংসদ নির্বাচন

Image
শাহনেওয়াজ আলম বিবিসি বাংলা, ঢাকা ১৫ ফেব্রুয়ারি ২০২১ ছবির উৎস, GETTY IMAGES ছবির ক্যাপশান, খালেদা জিয়া - বিএনপি চেয়ারপারসন এবং ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের সময়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মুখে যে কয়েকটি একতরফা এবং বিতর্কিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই তালিকায় রয়েছে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলনের আন্দোলনের পটভূমিতে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন করা, যে অন্তর্বর্তীকালীন প্রশাসন সাধারণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা দেবে। ফিরে দেখা: যেভাবে হয়েছিল ৩০শে ডিসেম্বরের নির্বাচন ওই সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি। দাবি আগে উঠলেও ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে তীব্র এক আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত আন্দোলন, সংঘাত এবং সহিংস...

সেনাবাহিনী থেকে জল্লাদ, শাহজাহানের জীবনের করুণ কাহিনী

Image
শাহনেওয়াজ আলম সেনাবাহিনী থেকে জল্লাদ, শাহজাহানের জীবনের করুণ কাহিনী জল্লাদ শাজাহান অন্য সব জল্লাদের চেয়ে আলাদা। একসময় চাকরি করতেন সেনাবাহিনীতে জল্লাদ শাজাহান। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে গেছে অন্ধকার জগতে। এরপর থেকে জেলের সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছেন। আটক হয়ে ৩৬ মামলায় ১৪৩ বছরের সাজাপ্রাপ্ত হন তিনি। তবে এখন তিনি আসামী হিসেবে নয় সবার কাছে পরিচিত জল্লাদ হিসেবে। জল্লাদ শাহজাহান ভূঁইয়া দীর্ঘ ৩৬ বছর ধরে কারাবন্দি। এই জল্লাদ এ পর্যন্ত মোট ৩২ জনকে ফাঁসি দিয়েছেন। জল্লাদ শাহজাহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ ঘাতককে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে জল্লাদের ভূমিকা পালন করেন শাজাহান। এছাড়া এদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যা মামলার আসামি খুকু, মনির, ডেইজি হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান। এদেশে তিনিই একমাত্র জল্লাদ যিনি একরাতেই দুই কারাগারে ৪ আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন।  জেনেনিন জল্লাদ শাজাহানের জীবনের করুণ কাহিনীঃ জ...

ফেনীর সোনাগা’জীতে ২৩ বছরে’র অনার্স প’ড়ুয়া মুরি’দকে বিয়ে ক’রলেন ৭৩ ব’ছরের পীর

Image
শাহনেওয়াজ আলম ফেনীর সোনা’গাজী উপজে’লার নবাবপুরের বিশিষ্ট পীর জামশেদ আ’লম ওরফে ফুল হুজুর ৭৩ বছর ব’য়সে ২৩ বছ’র ব’য়সী এক ছাত্রীকে বিয়ে করেছেন। বি’ষয়টি জানাজানি হওয়ার পর ফে’নীতে কৌ’তূ’হলের সৃষ্টি হয়েছে। ওই তরুণীর বাড়ি ফেনী সদর উপজে’’র বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায়। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতি’ষ্ঠাতা ইমাম হায়াতের অ’নুসারী সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, মুরিদদের আহ্বানে উপজে’লার ফকিরহাট এলাকায় মাঝে মধ্যে অবস্থান করতেন নবাবপুর ইউনিয়’নের ফতেহপুর গ্রামের ফুল হুজুর। এ সুবা’ধে স্থানীয় না’রী-পুরু’ষ অনেকের স’ঙ্গে তার পীর-মুরিদি স’ম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়রা জানান, ওই তরুণীর পরিবারে’র স’ঙ্গে ফুল হুজুরের সম্প’র্কের কা’রণে ফেনী জিয়া ম’হিলা কলেজের অনার্সপড়ুয়া ছাত্রী তানজিনা আক্তার (২৩) তার আদর্শে অনুপ্রা’ণিত হন। এক পর্যা’য়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বি’য়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হন ওই ছাত্রী। তানজিনা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামে’র নুর বক্স মিয়াজীর বাড়ির প্রবাসী দুলা’লের মে’য়ে। ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে বলেন, ‘তার নাতনি ফুল হুজু’রের মুরিদ। বুধবার (১৮ নভেম্বর) দু...