শাহনেওয়াজ আলম পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের নোটিশের বরাতে দ্য নিউ আরবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের নোটিশে আরও বলা হয়েছে, মসজিদের উন্মুক্ত স্থানে ইফতার করতে হবে। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। পাশাপাশি রোজাদারদের জন্য ইফতারি ক্রয়ের জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন- এমন নির্দেশনাও দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না। আগামী ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ...
শাহনেওয়াজ আলম ১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জে’নে নি’ন বর্তমান সময়ের দাম ১৯৭৪ সালের ১ টাকা এখনকার কত টাকার সমান, জা’নেন- এক সময় দেশে জমিদারদের বিপুল প্রতাপ-প্রতিপত্তি ছিল। জমিদারের বাড়ির আশপাশ দিয়ে জুতো পায়ে হাঁটার সাধ্য ছিল না কারো। প্রখর রোদে কিংবা অঝোর ধা’রার বৃষ্টির মধ্যে জমিদারবাড়ির পাশ দিয়ে যাওয়া যেত না ছাতা মাথায় দিয়ে। জমিদারের মুখের কথাই ছিল আ’ইন।কিন্তু সেকালের কোনো জমিদার জীবনে যে পরিমাণ পয়সা দেখেছেন, একালের দুঃখী ভিখারির ঝুলিতেও থাকে তার চেয়ে বেশি। সে আমলে কয়েক থা’না বা মহকুমা এলাকা ঘুরেও একজন কোটিপতির দেখা পাওয়া ক’ঠিন ছিল। এখন পাড়া-মহল্লায় কোটিপতির ছড়াছড়ি, তবুও যেন অনেকটাই নিঃস্ব তারা। চাইলেই কোনো কিছু পাওয়ার ক্ষ’মতা নেই তাদের। সেকালের পয়সার স’ঙ্গে একালের টাকার বড় অ’ঙ্কের নোট গু’লোর ক্রয় ক্ষ’মতার ব্যবধানই এখনকার কোটিপতিদের স’ঙ্গে সেকালের পয়সা ওয়ালাদের দূ’রত্ব নক্ষ’ত্র সমান করে রেখেছে। দেশ স্বাধীন হওয়ার পরও ২০ টাকায় এক মণ চাল পাওয়া যেত, ১ পয়সায় মিলত চকোলেট। ১৯৭৪ সালে চালের দাম বেড়ে প্রতিমণ ৪০ টাকায় পৌঁছলে দেশজুড়ে হাহাকার শুরু হয়েছিল। এর পরও ধনীর আদুরে দুলাল...
পশ্চিম তীরে ইসরাইলের সীমান্ত পুলিশের সাথে তর্কে লিপ্ত এক ফিলিস্তিনি নারী। আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যদ্বাণী অনুসারে, ইসরাইলের ১৯ বছর বাকি রয়েছে, কিসিঞ্জারের মত অনুযায়ী, এটি ঘটবে এক বছর পরে। আপাত দৃষ্টিতে এসব কথাবার্তাকে ‘অবান্তর কল্পনার স্বর্গে বসবাস’ মনে হতে পারে; কিন্তু এবারের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উৎখাত প্রচেষ্টা, মসজিদুল আকসায় হামলা এবং গাজার সাথে ইসরাইলের যুদ্ধে মনে হচ্ছে, ভেতর থেকেই ইসরাইলে ক্ষয় এবং কিছু পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে। কিসিঞ্জার-খামেনি-শিন বেত প্রধানের ভবিষ্যদ্বাণী সাবেক আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ইসরাইল-ফিলিস্তিন নিয়ে মন্তব্য বেশ কয়েক বছর আগের। ড: কিসিঞ্জার বলেছিলেন ৯ বছর আগে, আর খামেনি বলেছিলেন ২০১৫ সালে। ইরানের সুপ্রিম লিডার খামেনি ২০১৫ সালে প্রথম উল্লেখ করেন যে, ইসরাইল পরবর্তী ২৫ বছর দেখবে না। ২৫ বছরে জায়নবাদী সরকার বলে কিছু থাকবে না। তেহরান এবং বিশ্বশক্তি ৫+১ এর মধ্যে পরমাণু সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখনই এই মন্তব্য প্রকাশ করা হয়েছিল। ইরানি নেতারা অতীতেও এ ধরনের কথা বলেছিলেন। ইরা...
Comments