Posts

Showing posts from March, 2021

৯০ দশকের পরের যাদের জন্ম তাদের শৈশব গুলো এমন ই ছিল

শাহনেওয়াজ আলম ১. কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন? ২. লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়েছেন? ৩. মুখে তিব্বত স্নো, ট্যালকম পাউডার মেখেছেন? ৪. মাথার চুলে শর্ষের তেল দিয়েছেন? ৫. কলমের খাপ দিয়ে কান চুলকেছেন? ৬. টিউবওয়েলের তলায় বসে গোসল করেছেন (উঠতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছেন)? ৭. স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ল্যাম্পোর আলোয় গলিয়ে জোড়া দিয়েছেন? ৮. কলাপাতায় খেয়েছেন মাটিতে লাইন ধরে বসে? ৯. কালোবাজারির কাছ থেকে উচ্চ মূল্যে টিকিট কিনে সিনেমা দেখেছেন? ১০. মুচির কাছে ফুটবল নিয়ে গিয়ে ব্লাডারের লিক সেরেছেন? ১১. সুই গরম করে কান ফুটো করেছেন? ১২. টিউবওয়েলের মুখ হাতে চেপে ধরে নলে পানি জমলে মুখ লাগিয়ে পানি খেয়েছেন? ১৩. ইস্তিরি চুলায় রেখে গরম করেছেন বা ভেতরে কাঠকয়লা রেখে পাখা দিয়ে বাতাস করেছেন? ১৪. চুলার আগুনে বাঁশের চোঙ দিয়ে ফুঁ দিয়েছেন? ১৫. তালের আঁটি মাটিতে পুঁতে রেখে ভেতরের নরম শাঁস খেয়েছেন? ১৬. ল্যাম্পোর আগুন আর শর্ষের তেল দিয়ে নিজের কাজল নিজে বানিয়েছেন? ১৭. হাত-পা কেটে গেলে গাঁদা ফুলের পাতা কিংবা দূর্বা ঘাস পিষে লাগিয়েছেন? ১৮. রিকশার পাদানিতে বসেছেন? ১৯. সাইকেলের রডের ফাঁকে ডান পা ঢুকিয়ে বাঁ পা প্যাডেলের ওপর রেখে সিটে...
শাহনেওয়াজ আলম