রিফাত হত্যা মামলা ন্যায়বিচার চাইলেন মিন্নির বাবা
শাহনেওয়াজ আলম ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২২:৫৫ আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২২:৫৬ আজ মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা আইনজীবী সমিতির কক্ষে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম বরগুনার বহুল আলোচিত মো. শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলার রায় হতে চলেছে আগামীকাল বুধবার। এ মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আসামি। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আশা প্রকাশ করেন, ন্যায়বিচার হলে তাঁর মেয়ে খালাস পাবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা আইনজীবী সমিতির কক্ষে মোজাম্মেল হোসেন কিশোর এনটিভি অনলাইনের কাছে এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামীকালকের রায়ে ন্যায়বিচার হলে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবে।’ এ সময় আইনজীবী সমিতির কক্ষে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামও উপস্থিত ছিলেন। তিনিও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমরা আসলেই হয়রানির শিকার। জীবন বাজি রেখে আমার মেয়ে মিন্নি তাঁর স্বামী রিফাতকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। মিন্নি প্রথমে স্বামী হত্যা ...