Posts

Showing posts from September, 2020

রিফাত হত্যা মামলা ন্যায়বিচার চাইলেন মিন্নির বাবা

শাহনেওয়াজ আলম ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২২:৫৫ আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২২:৫৬ আজ মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা আইনজীবী সমিতির কক্ষে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম বরগুনার বহুল আলোচিত মো. শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলার রায় হতে চলেছে আগামীকাল বুধবার। এ মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আসামি। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আশা প্রকাশ করেন, ন্যায়বিচার হলে তাঁর মেয়ে খালাস পাবেন।  আজ মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা আইনজীবী সমিতির কক্ষে মোজাম্মেল হোসেন কিশোর এনটিভি অনলাইনের কাছে এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামীকালকের রায়ে ন্যায়বিচার হলে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবে।’  এ সময় আইনজীবী সমিতির কক্ষে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামও উপস্থিত ছিলেন। তিনিও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন।  মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমরা আসলেই হয়রানির শিকার। জীবন বাজি রেখে আমার মেয়ে মিন্নি তাঁর স্বামী রিফাতকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। মিন্নি প্রথমে স্বামী হত্যা ...

আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল

শাহনেওয়াজ আলম ৩ জুলাই ২০১৭ আপডেট হয়েছে ২৯ জানুয়ারি ২০২০ ছবির উৎস, BBC ছবির ক্যাপশান, ইহুদি, মুসলমান এবং খ্রিস্টানদের জন্য পবিত্র জেরুজালেম ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে ১৯৩০'র দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদীরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনী আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। সে সময় মুসলমান এবং ইহুদীদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু ১৯৩০'র দশকে ফিলিস্তিনীরা বুঝতে পারলো যে তারা ধীরে-ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে-দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনী বাস্তু-চ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে। কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি। Skip YouTube post, 1 ভিডিওর ক্যাপশান: সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে End of YouTube post, 1 ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বছর দশেক আগে বিবিসি'র সাথে এক সাক্ষাৎকারে বলেছিল...

ইউক্যালিপটাস: বাংলাদেশের উত্তরবঙ্গে এই গাছের বিস্তার নিয়ে এত উদ্বেগ কেন?

বাংলাদেশের একটি সংসদীয় কমিটি উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ক্রমশ বাড়তে থাকা ইউক্যালিপটাস গাছের জায়গায় প্রচলিত ফলজ গাছ রোপণের পরামর্শ দিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি উত্তরবঙ্গের জেলাগুলোতে ইউক্যালিপটাস গাছের জায়গায় কাঁঠাল, জাম, নিম বা এ ধরণের গাছ রোপণের পরামর্শ দিয়েছে। কিন্তু ইউক্যালিপটাসের রোপণ নিষিদ্ধ করার পরেও গাছটির বিস্তার সেখানে বাড়ছে। ওই কমিটির সদস্য গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বলছেন সরকারের মুজিববর্ষ পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। "এ আলোচনার সময় কৃষিমন্ত্রী নিজেই ইউক্যালিপটাস গাছ নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। জনস্বার্থে ও পরিবেশ বিবেচনায় ক্ষতিকর গাছের জায়গায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। তখন সদস্যরা সবাই এ বিষয়ে একমত পোষণ করেন," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। তিনি বলেন তবে গাছ অপসারণ নিয়ে কোনো ইস্যু যাাতে তৈরি না হয় সেজন্য মানুষকে সম্পৃক্ত করে এসব কর্মসূচির পরামর্শ দেয়া হয়েছে মন্ত্রণালয়কে। পরে সংসদীয় কমিটির বিজ্ঞপ...
Image
শাহনেওয়াজ আলম স’তীত্ব হা’রানোর পর মে’য়েদের দেহে যেসব প’রিবর্তন আসে! September 22, 2020   admin   Health স’তীত্ব হারানোর পর- ভা’র্জিনিটি বা স’তীত্ব নিয়ে কথা বলা সাধারণত আমাদের দেশে ট্যাবু। তবে সময় বদলাচ্ছে দ্রুত। অনেকেই এখন নিজের পছন্দ-অপছন্দ নিয়ে নানা সংবেদনশীল কথা মুখ ফুটে বলতে শুরু করেছেন। তেমনই একটি বিষয় হল কু’মারীত্ব হারানো। ভারতে এখনও কু’মারীত্ব হারানো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। কু’মারীত্ব হারালে অহেতুক আতঙ্কে নয়, বরং সচেতন থাকুন। ভা’র্জিনিটি বা কু’মারীত্ব হারালে নারীর দেহে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই বিষয়টি এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হল। ১. প্রথম সে’ক্সুয়াল ইন্টা’রকোর্সের পর নারীর দেহে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে সর্বাগ্রে থাকে যো’নির পরিবর্তন। ভ্যাজা’ইনার ইলা’স্টিসিটিতে পরিবর্তন টের পাওয়া যায়। নারীর গো’পনাঙ্গ ক্রমশ মিলনের জন্য উন্মুখ হতে শুরু করে। একটা সময় নিয়মিত মি’লনের পর ভ্যা’জাইনা নিজেই লিউ’ব্রিকেটেড হতে শুরু করে দেয়। ২. ক্লিটোরাস ও ইউটেরাস বুঝতে শেখে, কখন সংকুচিত ও প্রসারিত হতে হবে। যৌন উত্তেজনা জাগলে ক্লিটোরাস সাড়া দিতে শুরু ...